সহজেই

সহজেই


সহজেই বাইরে থেকে পড়া যায় যারে
ভেতরে তার অন্ধকার বদ্ধ ঘরে ধুলোপড়া
মাকড়সার জাল। চোখের দেখায় অতল
অন্তহীন দুর্বোধ্য যে জন, ডুব দিয়ে দেখি
বেওয়ারিশ শিমুল তুলোর মতন তার মন
নিষ্কলঙ্ক নিটোল; ঠিক যেন মায়ের কোলে
সদ্য ভূমিষ্ঠ শিশুটির লালচে নরম গাল।