সভ্যাসভ্য সমাচার

সভ্যাসভ্য সমাচার


আজকে আমি অসভ্যদের দলে;
সভ্য যারা— তাদের থেকে দূরে।
নিঘুম দু’চোখ ক্লান্তিতে হয় লাল,
বুকের ভেতর জ্বলন্ত সব ক্ষোভ,
ঝলসে ওঠে চোখের তপ্ত-জলে।
নিকোটিনের অমোঘ মায়ায় পুড়ে
নষ্টা প্রিয়ার ঠোঁট যদিও ঝাল—
খুবলে খাবার বীভৎস এক লোভ
নিত্য আমায় পিশাচ হতে বলে।
আজকে আমি অসভ্যদের দলে!