শূন্য শহর

শূন্য শহর


এ শহর—
এক মূর্ছিত নর্তকীর
ধূসর কঙ্কাল জনতার মুখে মুখে
রক্তহীন পচা মাংসের স্তুপ
পদকপ্রাপ্ত মানবতা
মরনোত্তর।

ষোড়শীর আবাদি জমিন
জুড়ে মৃত্যুর প্রকোপ প্রবল
ঊষর ধুলোয় কে ফসল ফলাতে চায়?
বিদগ্ধ সময় কাৎ হ’য়ে শোয়;
খোঁজে—শূন্য শহর, মানুষ কোথায়?