শূন্যের খোঁজে
একটা জীবন—প্রচ্ছদে তার
রঙ্-বেরঙের চিত্র আঁকা,
স্বচ্ছ হাজার পাতার ভেতর
কিচ্ছুটি নেই সবটা ফাঁকা।
একটা মরণ—ধূসর মলাট
শূন্যে ভরা এপাশ-ওপাশ;
পূণ্য-পাপের দাগ লাগানো
হিমঘরে এক জীবন্ত লাশ।
একটা জীবন একটা মরণ
যত্নে রাখা রঙচটা বই।
এক বইয়েতে সকল হিশেব—
মধ্যেখানের শূন্যেরা কই?
শূন্যেরা কই?
একটা দেহ এক দেহেতেই
একটা পুরুষ একটা নারী
পুরুষ নারীর একটা জীবন
এক জীবনেই মৃত্যু তারই।
এক জীবনে এক মরণে
হাজার জন্ম মৃত্যু হাজার
পূণ্য-পাপের আড়াল থেকে
পথ খোলা নেই শূন্য সাজার।
ভিন্ন পুরুষ ভিন্ন নারী
এক মলাটে অভিন্ন বই।
এক বইয়েতে সবার হিশেব
বাদপড়া সব শূন্যেরা কই?
শূন্যেরা কই?