শুরুতে ভাটায় আসো,
ধীরে ধীরে জোয়ার হও
বিছার মতো,
গুটি গুটি পায়ে,
ঢুকে পড়ো কানের ভেতর দিয়ে বোধের শিরায় শিরায়!
তারপর চাইলে বন্যা আনতে পারো।
মাটিতে পলি ভরে ভরে যাও,
কৃষক হেসে উঠতেই
সাইক্লোনে মাতো!
এখন তোমার সময় বোধয়!
হঠাৎ সাইক্লোন কেবল ধ্বংস আনে
গড়ার উপায় ধূলিসাৎ হয়।
মিছিল তোলো ভালোবাসার স্লোগানে
বিপ্লবেই জীবনের সত্য জয়!