মিল দন্ত্য-স সজীব কবিতামিলদিনের শেষে তোমার-আমার এখানটাতেই মিল; বিদায়-বেলায় স্তব্ধ আমি, তোমার দ্বারেও খিল। একটু সময় তাকিয়ে থাকার চোখের ’পরে চোখটা রাখার ইচ্ছেটুকুন দু’জনেরই বিষন্নতায় নীল; শেষ অবধি তোমার-আমার এইটুকুতেই মিল।