মন

মন,
হাওয়ায় উড়িয়ে দেখিস
যদি গন্তব্য জানার থাকে বাকি।
তুই চাইলে তোর, নচেৎ
আলগোছে পিঠ বাঁচিয়ে থাকি।
মানুষেরা যে সুর শোনেনি কখনো
তোর জন্য সে সুরও বাঁধতে পারি,
তুই না চাইলে আক্ষেপ নেই,
হতে পারে এসব কিছুতে আড়ি!
বড়জোর দু তিন দিনের ব্যথিত
আক্কেল দাঁতের মতন ক্ষত!
সেরে যায় সবই,
শুধু বাড়ি ছেড়ে গেলে
পাড়াও হয়ে যায় ছাড়া,
এটাই বোধহয় বাকি ছিলো
তোর জানা।