ভালোবাসা নিও
যা কিছু তোমার হারাবার আছে ভয়
তা হোক আমি অথবা আমার প্রেমশূন্য হৃদয়
অতোটা জানি তাৎপর্যপূর্ণ নয় কারও কাছে
তবুও কেবল এটুকুই বলার আছে—
“কুল্লু শাই-ইন ইয়ারজিউ আলা আসলাহু”
প্রিয়, বিচ্ছেদ জেনো দীর্ঘজীবী নয়
যতোটা অনন্ত তোমার-আমার পরম হৃদয়
ভালোবাসা নিও।