বহুরূপী

বহুরূপী


মুখ দেখে কি মানুষ চেনা যায়!
মানুষ যে এক অন্যমানুষ
জলের মতন নানান ছলে
প্রকাশ্যে কি অন্তরালে
স্বরূপটাকে বদলে ফেলে
অন্যরকম মানুষ হতে চায়!
শেষবধি—
মুখ দেখে কি মানুষ চেনা যায়!