প্রেম ও পরম
তুমি তো আমি তো বাতাসে ডাঙ্গর হবার
পাইনি সুযোগ তবুও বিকল ট্রেনের মতন
বুকের ভেতর হৃদয়ের সব রোগশোক ভুলে
তোমার-আমার প্রেম টেনে নিয়ে যাই
বহু নির্জন বহু দূরে একলা যেখানে
প্ল্যাটফর্ম পাতালের দরজা খুলে
দাঁড়ায়ে রয়েছে নিরাশায়
তুমিও আমিও ডুবে যেতে চাই
পাতালের অতল তলে যেখানে
আমাদের প্রেম আর পরম ছাড়া
কেউ নাই আর কিছু নাই।