পাথরকুচি-প্রেম
পৃথিবীর প্রথম সকাল হতে
এক ফোঁটা রোদ এনে দিস।
গৃহপালিত ক্যাক্টাসের কাঁটায়
এক বিন্দু হিম যদি হয়, এবং
সাথে মেহেদি-পাতার বোঁটায়,
কামড়ে-ধরা কালো পিঁপড়ের
বিষ; আর কিছু নয়, একদিন দেখিস
পৃথিবীর চেয়েও বড়ো হবে আমাদের
—এইটুকু পাথরকুচি-প্রেম।