পলাতক

পলাতক


শহরের পথে-ঘাটে নিশাচর ছায়াদের দল
রাত্রির আঁধারের গায়ে মিশে একাকার হয়।
চারপাশে নির্জন নগরীর চাপা কোলাহল,
পথহীন পথিকের বুক জুড়ে ভয়-সংশয়!
বেড়ালের কান্নায় নরকের নাটকীয় সুর;
চোখ বলে “আঃ নরক”! কতো দূর আর কতো দূর …
কতো দূর।