পরিত্রাণ
অবেচতন মুহূর্তরা কেটে যায় নিরন্তর;
হাতছানি দিয়ে যেন ডাকে পুরাকাল ।
অবেলাতে শ্রান্ত এ’ পথিকের মন,
আনমনে বুনে যায় ভাবনার জাল ।।
ছোট এই জীবনের কতো শত স্মৃতি;
ভুলি ভুলি করে তবু ভুলা হয় না ।
আপনার দেহতলে লুকনো যে জন,
সে তো আর প্রাণ খুলে কথা কয় না ।।
জীবনের ‘পরে তার বড়ো অভিমান;
চিরতরে সে যে আজ লুকোবার চায় ।
ধরনীর অগোচরে একাকী পথিক,
তাই বুঝি পালাবার পথ খুঁজে যায় ।।