পরম

পরম


তুমি আমার সমস্তটা জুড়ে
ডানে-বাঁয়ে উপর-নিচে
ভিতর-বাহিরে।
তুমি আমার দেহের অন্তঃপুরে
সকাল-সন্ধ্যে আলোয়-কালোয়
পূণ্য-পাপ আর মন্দ-ভালোয়
বাজাও বীণা বাজাও ওগো
বিষম করুণ সুরে।
তুমি আমার সমস্তটা জুড়ে।