পরম-চাওয়া

পরম-চাওয়া


তোমায় যদি পেয়েই গেলাম
চাওয়ার মতন কী আর থাকলো বাকি।
পাই না বলেই পাওয়ার আশায়
তোমার পানে নিত্য চেয়ে থাকি,
আমার মনে তোমার মূর্তি আঁকি।