পথিক

পথিক


যে পথিক পথ হারিয়ে পথের খোঁজে পথেই নামে,
সে পথিক পায় কি কভু এক জীবনে পথের দেখা।
সে অবুঝ কি আর বোঝে দিনান্তে তার রক্ত-ঘামে—
নিমেষেই অঙ্কিত হয় নিত্য-নূতন পথের রেখা।