নাকফুল
ফুঁড়িয়ে আনা ঠিক বকুল ফুলের দানার মতো
কাঁচ নয় আবদার করে নিলো হীরা
চকচকে আর দামী। সুন্দর দেখতে লাগে
মেটে চামড়ার গায়ে ল্যাম্প পোস্টের আলো
যেন নীহারিকা আর কণা আলোর টুকরায়
লাভা ভর্তি ভিসুভিয়াস। দিন কতক সুন্দরের
খেলায় বন্দি; অতঃপর সতীচ্ছেদ। তার।