দেহাতীত
যদি আর জেগে না উঠি
এই ভয়ে কেটে যায় বিনিদ্র রাত
বুকের ‘পরে প্রেয়সীর নরম হাত
কী কোমল বিশ্বাস নিয়ে বলে—
মৃত্যু মানে চিরতরে চলে যাওয়া নয়
সে তো জরা-মৃত্যু-ভয় ভরা
জীবনের পরম পদোন্নতি
ধনে-জনে বেঁচে থাকা অনন্তকাল
মৃত্যু কিশোরী ফাল্গুন ঝাঁট দেয়া উঠোন
নানুবাড়ির মাটির ঘর ভাঙা চৌকাঠ
ঘুমচোখে সানকি ভরা জাউভাত
চ্যাপা শুটকি ভাজা মরিচের ঝাল
গা গরম অজুহাতে মক্তবে
না যাওয়া সকাল ছুটির পরে মৃত্যু
গড়াগড়ি হাইস্কুলের মাঠ
রূপবানের গান তোমার লগে
আলাবালার ঘর-সংসার খেলায়
ভুল বানান চিরকুট দেহাতীত
প্রেমের প্রস্তাব। ভয় কী!