দেউলিয়া

দেউলিয়া


অনূঢ়া বিধবার বুকে
ভাতের ফ্যানের মতন
রহস্যের শৈবালঘেরা দু’চোখ তোমার
অবোধ শিশুটিকে ভুলাবার যতো ছল
বাকি আছে আর সব তার গোপন থাকুক
এই বেলা পথ ছাড়ো স্বৈরিনী,
লোমশ আঁধারের গায়ে জড়িয়ে যাবার
সাহসটুকু নেই। জানি, বিকোবে না সুখ,
ধারে আর। পকেটে পুরুষের গলাকাটা
লাশ—আমিও আজ বড়ো নির্ভার।
পথ ছাড়ো!