তুমি নেই তুমি আছো’র গল্প
একলা পথে চলতে গিয়ে তোমায় পেলাম
পথ ফুরোবার আগে।
বললে তুমি, “একলা পথে চলতে আমার
কেমন যেন, কেমন কেমন লাগে”। ভাবলাম,
পথ ফুরোলো—কী-বা তাতে, তবুও না হয়
তোমার সাথে আর কিছু ক্ষণ আর কিছু পথ চলি।
কথাচ্ছলে চলার গল্প বলি। কিন্তু একি!
হঠাৎ দেখি যখন আমার গল্প হলো শেষ;
পথের মাঝে, আশেপাশে তোমার কোনো
চিহ্নও নাই, তুমি যেন কোথায় নিরুদ্দেশ।
তারপর, লক্ষ-কোটি বছর হলো পার।
তোমার দেখা পেলাম না তো আর। ভাবলাম,
এ তল্লাটে ‘তুমি’ বলে কিচ্ছুটি নেই—সবই আমার
অবুঝ মনের অবুঝ কল্পনা। কিন্তু আবার
হঠাৎ করেই শুনতে পেলাম, বলছো তুমি—
“যা ভেবেছো, তা মোটেও মিথ্যে গল্প না”।