তুমি-আমি

তুমি-আমি


তোমার আমি বন্ধু ছিলাম না
তোমার আমি বন্ধু আজও নই
তোমার তবে শত্রু আমি
কেমন করে হই!

তোমার আমি শত্রু ছিলাম না
তোমার আমি শত্রু আজও নই
তোমার তবে বন্ধু আমি
কেমন করে হই!

তোমার আমি—
কেমন করে হই!