ঝুম বর্ষার জীবন একা কাটিয়ে আসি
পথের ধারে তখনো একাই বসি
ভাবি রিকশার হুড তোলা দম্পত্তি
ওদেরকেও একলা করবে রাত!
নিরু,
রাত কেন মধু ছাড়াও আঁধার নামায় বল?
বর্ষা কেন তোর প্রেমে নামে,
আমাকে করে তোলে পর?
বাঁশি শুনেছিস কোনো রুমঝুমের মতো তাল,
নাচের তালে বর্ষারা কেন এতো সুর তোলে অবিকল
আমার মতো দেখতে?