জীবনাসক্ত

জীবনাসক্ত


উজান গাঙ্গে জীবন মাঝি কালের ডিঙ্গা বায়
কভু কান্দে দুঃখে কভু সুখেতে গান গায়।
সকল কিছুই থামে তবু থামেনা তার নাও
‘ছয়জনাতে’ ডাকে মাঝি ধীরে নৌকা বাও।
মাঝি কোথায় চলে যাও—
কোন্ সে দেশে যাও।