জাতের পিরিত
লাইন করেছি তোমার সাথে
বিষ্যুৎবারে নিশুত রাতে
নাই বা যদি লুকিয়ে দেখা হয়,
নাই বা যদি পাড়ার লোকে
তোমায় নিয়ে আমায় নিয়ে
নানান রঙের নানান কথা কয়,
কীসের পিরিত কও তো সখি,
কীসের পিরিত?—এ তো কোনো
জাতের পিরিত নয়।
কলেজ ফেরার পথে
তোমার জন্য দাঁড়িয়ে থাকি একা;
পথের ধারে লুকিয়ে কোনোমতে
তোমার সঙ্গে না যদি হয় দেখা,
প্রাণটা আমার শরীর ছেড়ে
পালিয়ে পালিয়ে রয়।
নাই বা যদি লুকিয়ে দেখা হয়,
কও তো সখি কীসের পিরিত?
এ তো কোনো জাতের পিরিত নয়।
শুক্রবারে ছুটি,
তবুও তোমার টিউশনির ছল
আমি ভীষণ হেসে লুটোপুটি;
তোমার চোখে অভিমানের জল।
জানুক সবাই কী আসে-যায়
এত্তো কীসের ভয়?
ভয় পেলে কি পিরিত করা হয়?
কও তো সখি কীসের পিরিত?
এ তো কোনো জাতের পিরিত নয়।