জলচিঠি

জলচিঠি


ভাসিয়ে দিলাম।
তোমার চোখের জলে ভেজা পত্রখানা
ভাসিয়ে দিলাম। সন্ধ্যেবেলার ঝিলের
কালো জলের মাঝে নৌকো করে
শুকনো গোলাপ ফুলের ক’টা
পাঁপড়িসহ ভাসিয়ে দিলাম।।

ভাবনা-নদীর শুকনো চরে
তপ্ত বালুর বুকটা চিরে
যত্ন করে তুলে আনা তোমার লেখা
পত্রখানা ভাসিয়ে দিলাম। ইচ্ছে করেই
ইচ্ছেগুলো চাপিয়ে রেখে বুকের তলে
তোমার চোখের তপ্ত জলে ভিজে যাওয়া
পত্রখানা অবশেষে ভাসিয়ে দিলাম।।