ছায়া

ছায়া


এমন যদি হয়—
তুমি-আমি এপার-ওপার মধ্যেখানে ঝিল,
ঝিলের জলে তোমার ছায়া তোমার সঙ্গে চলে;
আমার ছায়া বন্দি ঘরে, ঘরের দ্বারে খিল।
অন্ধকারে ছায়ার দু’চোখ সূর্য হয়ে জ্বলে।
মানুষ আমি তবুও করি ছায়ার অভিনয়,
এমন যদি হয়—
কভু এমনই যদি হয়।।