ছায়াপ্রেম
তোমার দু’ঠোঁট চুইয়ে পড়া ভালোবাসায় আসক্ত নই আমি।
আমি তোমার ছায়ার প্রেমে পড়ি।
ছায়ারা মিশতে জানে আলোয়-কালোয়, ধুলোয়-জলে।
তোমার মতন নয়। ছায়ারা অনেক রকম হয়, আমি তাই
ছায়ার প্রেমে পড়ি। এক বিকেলের বাড়ন্ত বুক উপচে পড়া
ভালোবাসায় আসক্ত নই আমি।
আমি তোমার ছায়ার প্রেমে পড়ি।