ঘোর
নিছক স্বপ্নের ঘোরে চোখ বুজে ছিলে
এতোকাল। এতো ভোর দুপুর সন্ধ্যা কি
রাত যেন শকুনের লাল চোখে মরে
যেতে যেতে বেঁচে থাকা এক যুবতীর
নিছক স্বপ্নের ঘোরে স্বপ্নালু একজোড়া
চোখ বুজে না যাওয়া সময়ের মতো
অনন্ত-অসীম আর নিষুপ্ত-নিষ্প্রাণ—
এতো সহজেই ছিঃ ছিঃ ভুলে গেলে
আগমনী গান! বোষ্টমি, লাঠি-লজেন্স
অথবা বনলতার বুকে বুনোহাঁস যার
একটা দু’টো শাদা পালকের ফাঁকে
মহাশ্বেতা আর শাশ্বতীরাও নেচে-গেয়ে
মহাকাল করে পার; ভুলে গেলে— ডায়নার
চোখে হতো লাল-নীল যতো স্বপ্নের চাষ?