খেলাঘর
তোমার খেলার মাটির পুতুল
ভাঙলো যেদিন আমার হাতে
একলা নিঝুম আঁধার রাতে
দাঁড়িয়ে থেকে বারান্দাতে
ফুঁপিয়ে সেদিন অনেক কেঁদেছি।
লুকিয়ে সেদিন অনেক কেঁদেছি।
গালের ’পরে খামচিগুলোর
দাগগুলো সব মুছেই গেছে,
তবুও কেমন চিনচিনে সব
যন্ত্রণারা তেমনি আছে।
তেমনি আছে রাত্রি জাগা
কিচ্ছুমিচ্ছু ভাল্ না-লাগা
থমকে যাওয়া মুহূর্তরা;
তোমার দু’টি অশ্রুভরা
চোখের চাওয়া আমার চোখে
তেমনি আছে আজ অবধি।
আমার ছোড়া ডাংগুলিটা
লাগলো যেদিন তোমার চোখে
লুকিয়ে সেদিন অনেক কেঁদেছি।
অনেক কেঁদেছি—