কাঁদতে ইচ্ছে করে

কাঁদতে ইচ্ছে করে


আমারও তো কাঁদতে ইচ্ছে করে।
অনেক কথার পরে, বহু দিনেও না-বলা এক
ছোট্ট কথা বলতে গিয়েও জিহ্বা জড়িয়ে এলে;
কিংবা আবার না-বলা সেই ছোট্ট কথা,
না-বলা এক ছোট্ট কথা হঠাৎ ভুলে গেলে—
আমারও তো কাঁদতে ইচ্ছে করে।

দিবস-রাতির পাওনা-দেনা দিনের শেষে
চুকিয়ে নেবার পরে—
আমারও তো…