কবিকাক এবং যা কিছু তবুও ভালো
পথের ধারে ভর্তা-ডালে উনিশ টাকার ভাত,
ভরদুপুরে আয়েশ ক’রে বটতলাতে কাৎ।
ব্যস্ত শহর—নিরালা নিঝ্ঝুম
দুইটি চোখে এক শতাব্দী ঘুম;
নিঘুম চোখে দিনের শেষে শেষ না-হওয়া রাত,
তবুও ভালো ভরদুপুরে ভর্তা-ডাল আর ভাত।
অন্ধকারের চাদর গায়ে ভদ্রলোকীর ছল!
মধ্যরাতে চায়ের কাপে নোনতা গরম জল।
ক্লান্ত শহর—মৌনতায় মুখর,
জোছনা-রোদে ঝলসানো এক ঘর
কাকের সঙ্গে কাব্যসভায় শব্দেরা নিশ্চল,
তবুও ভালো চায়ের কাপে কেবল গরম জল।
ভরদুপুরে কবির ছায়া আঁধারে চুপচাপ।
মধ্যরাতে কাকের চোখে বিষন্নতার ছাপ।
কাক আর কবি কাছের মানুষ বড়ো
মানুষ-পাখি এক খাঁচাতে জড়ো;
সকাল ভরে পূণ্যেতে আর সন্ধ্যে ভরা পাপ,
তবুও ভালো এক খাঁচাতেই দু’জনে চুপচাপ।