কই যাও রে – ভাটিয়ালি গান

 

পল্লীগান আমায় খুব টানে। বিশেষ করে ভাটিয়ালি গানের সুর একরকম আচ্ছন্ন করে রাখে আমাকে। “কই যাও রে পদ্মার ঢেউ আমার কথা লইয়া যাও রে” গানটি প্রথম শুনি বেশ ছোটবেলায় বাংলাদেশ বেতারে প্রচারিত মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের গীতিনাট্য থেকে। মূল শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। মূল সংগীতের আদলে কথা ও সুর যথাসম্ভব ঠিক রেখে নিজের মতো একটা কম্পোজিশন দাঁড় করালাম।