এক বছর আগে আমি যেমন করে মরেছিলাম
যে আমার দুয়ারে এসে আচানক একঝলক সবুজ দিয়ে যায়,
আমি তার সাথে পরান বেঁধে ফেলি।
নয়নতারার রং উপহার দিয়ে যে ভালোবাসি বলে,
তার কণ্ঠে বাঁধি আমার ঠোঁট,
আমার সুরের নক্শায় যে জীবনের গান গায়
তার জন্য তুলে রাখি আমার মরণ।
যে আমায় আমাকেই দিয়ে দেয়,
তার কোলে আমার জীবন বন্ধক রাখি,
আর,
কেবল সে চাইলেই
আমি স্তব্ধ করে দিতে পারি
এক শহর রাত নয় গোটা সভ্যতাও!