এক চিলতে উঠোন

এক চিলতে উঠোন


সহজ শর্তে ভালোবাসা করেছি গো ঋণ
স্বল্প সুদে অথবা একেবারেই সুদহীন যদিও
শোধ করা গেলো না আসল। জানি খেলাপির
খাতায় অধমের নাম উঠবে না কভু;
ভেবে রেখেছি তবু এক চিলতে উঠোন
দেবো লিখে এবং কিছু ভৈরবী সকাল।
রাতের কালো ফিকে হ’য়ে এলে—
নাচবে তুমি। এবং আমি পার্সিয়ান
গালিচায় আসীন। ত্রিতাল যদি না-ও
বেজে ওঠে আমার হাতে কালের সেতার
থামবে না সখি—ঘুঙুর বাঁধো।