একাকী

একাকী


ঘরটা ভীষণ পর হলো তাই ঘরের সঙ্গে আড়ি;
অন্ধকারে জাগবো নিশি ফিরবো না আজ বাড়ি।
আমার হৃদয় মন্দিরে—
আছে স্বপ্ন বন্দিরে,
আমি আঁধার-কালো রাত্রি-জাগা পথিক স্বপ্নচারী—
ফিরবো না আজ বাড়ি আমার ঘরের সঙ্গে আড়ি,
ওগো দেহের সঙ্গে হলো আমার মনের ছাড়াছাড়ি।
হলো ভীষণ ছাড়াছাড়ি—