একটা কিছু চাও
তুমি বরং একটা কিছু চাও।
পথের ধারের ফুচকা না হোক,
আমার ঠোঁটের অসভ্য ফু
তোমার নরম গালটা ছুঁয়ে গেলে
তোমার ঘাড়ে এলিয়ে পড়া চুলটা ছুঁয়ে গেলে
তোমার দু’টি বিষন্ন চোখ আমার চোখে
রাখতে পারার সাহসটুকুন,
শূন্য আমার শূন্য হাতে হাতটি তোমার
রাখতে পারার ইচ্ছেটুকুন;
শান্ত পথের পাশটি ঘেঁষে চুপটি করে
হাঁটতে পারার স্বপ্নটুকুন—যা কিছু হোক
তুমি তবু একটা কিছু চাও।
আকাশ জুড়ে তোমার-আমার কথার বেলুন ওড়ে
আকাশ জুড়ে তোমার-আমার ইচ্ছে-পাখি ওড়ে
তুমি না হয় একটা কিছু চাও।