একঝোপ সবুজ বুকে

এক ঝোপ সবুজ বুকে
আজন্ম ঝাঁপিয়ে পড়ার দিনে,
এক কাপ চা আর কয়েক কাঠি সিগেরেটেই গল্পের পেট ভরে যায়!
অথচ মনের মতো নরম নরম শব্দে
একটা বারান্দা ভরে ওঠার কথা ছিলো!
পালক খসা একটা কবুতরকে নিয়ে
হইহুল্লরের একশেষ হতে পারতো আজ!
এমন প্রেম মাখানো বিকেল বিকেল স্যান্ডুইচে
প্রতিটি কামড়ে, খামচে ধরার কথা ছিলো
অচেনা সমস্ত অনুভূতির পিঠ!
এরকমই কাকে যেন আলগা স্বরে বলার মতো ছিলো,
অদ্ভুত মানুষের চোখ ছোঁয়ার অনুভূতি!
এ সমস্ত কল্পনার বাইরে প্রেম এখনো ধার করা
টিভিরুমেই সমাপ্ত, রিমোট কন্ট্রোল সভ্যতায়!