একজন অবুঝ তুমি

একজন অবুঝ তুমি


নিত্য তোমার ছায়ার মাঝে
ছায়ার মতন লেপ্টে থাকি,
তোমার চলার পথটা আমার
আত্মা দিয়ে জড়িয়ে রাখি,
তবুও তুমি সেসব নাকি
কিচ্ছু বোঝো না;
যখন আমি থাকবো না আর,
থাকবে না কেউ পথ দেখাবার,
তখন যেন তুমি আবার
আমায় খুঁজো না।
সখি প্রণয় বোঝো ঘৃণাও বোঝো
হৃদয় বোঝো না,
তুমি আমায় বোঝো না,
তুমি কিচ্ছু বোঝো না।