এই সব আঁধারের সাথে

এই সব আঁধারের সাথে


এই সব আঁধারের সাথে প্রেমহীন ভালোবাসাবাসি,
প্রেমিকার ঝাললাগা ঠোঁটে পোকাধরা কবিতার মতো
কতো আর! আর কতো জল ঝরাবে!
এই সব আঁধারের সাথে প্রেমহীন—
ভালোবাসাবাসি।