আশ্চর্য
অদ্ভুত! যাপিত জীবন এক—
অযাচিত ষোল আনা তার। সবটুকু আজ
যতো ভয়-সংশয় লাজ-লজ্জার মুখে ছাই পুড়ে
তবে ভাসালুম বুড়িগঙ্গার পচা-কুৎসিত জলে
শুধু এইটুকু ভেবে— একদিন আসবেই সেই দিন।
আমার-তোমার সব ভালো-মন্দের ভারে
ঈশ্বরের দাড়িপাল্লা যাবে ছিঁড়ে!! হায়..
একদিন আসবেই সেই দিন—
জগতের সমস্ত ভালো লোকেদের ভিড়ে
আমিও রবো উল্লাসে মেতে শুধু তুমি
আর তোমাদের কথায় কেনা ক্রীতদাস সব
বেদনায় হবে লীন। ভেবো না হে বন্ধু সহৃদ;
একদিন আসবেই সেই দিন—