আমাদের আধমরা অনুভূতিগুলো
এখানে আকাশছোঁয়া স্বপ্নের নাকি চাষ হয় রোজ।
মৃত দৈনিকের বুক চিড়ে খোঁজ পাওয়া গেলো—
নাগরিক উদ্বাস্তু পুরুষের পায়ের তলে
স্তন্যপায়ী যে অনুভূতি-শিশুর ছিলো বাস;
সহস্র লোকের ভিড়ে বিবস্ত্র সে আজ
মুখ ধুবড়ে পড়ে আছে পথের ধুলোয়—
নিরাত্মা-নিথর।
কেবল কোমল হাতের দু’একটি আঙুল
কেঁপে ওঠে তিরতির; প্রাণ পেতে চায়
পথের ’পরে থ্যাতলানো জীবন তবু নয়।
স্বপ্নের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা জীবন সে চায়,
দিবালোকে বিবস্ত্র জীবন তবু নয়।
স্তন্যপায়ী অনুভূতি-শিশু—
সম্ভ্রমই যে তার পরম বৈভব অবশেষে।