আত্মদহন

আত্মদহন


ভালো যে বাসে আমারে তারই শুধু
আছে অধিকার গোপনে দুঃখ দিবার,
সুখ কাইড়া নিবার।
আমি তো হৃদয় দিয়া দেহ কিনি নাই,
অথবা দেহ দিয়া হৃদয়। তবুও বিদ্বেষে
কেউ যদি কয় আমি হৃদয়ের ব্যবসাদার,
কষ্ট নাই মনে। নিজেরে বোঝাই, আত্মদহনে
নিজেরেই য্যান্ না পোড়াই আবার।