আজাইরা লোকের কাম বেশি!
কামুক পুরুষ ভালা কবি!
কবিতারা নারী!
নারীরা মা!
মা মিঠাপানি!
ছেলের নাম সাগর!
ছেলে বড় হলে বাবার সমান নাগর!
কিয়ের কী?
বেবাক পোলাই রাজা চারদেয়ালের বন্দিঘরে!
হেইডার নাম দুইন্নাই!
দুইন্নাইডার দুইচাকা,
একদিকে তেরাবাঁকা!
এইপাশে নতুন টিউব,
ওইপাশ পুরান খুব!
ঘুরনের কালে চিত হয় সে,
উড়নের কালে দেদারছে!
তারে আর পায় কে?
তাই ডাক্তার বৈদ্যসব ওইপাড়াতে
গোল করে,পাড় মাতালও বটে
ঠকঠক কাঁপে কাম ত্রাসে!
চুলায় ভাত পুড়ে ছাঁই,
বিনিময়ে,
দু একটা ছন্দ মিলে যায়।