আখের গুছাও
ভাঙা আয়নায় দেখে দাড়ি-ছাঁটা মুখ
হে বন্ধু ল্যাজহীন বাঁদরের অনুরূপ
সাজে বের হও প্রতিরাত প্রতিদিন।
কী ভীষণ সুখ! শূন্য পকেটে দুই হাত
পুরে খোঁড়া যুক্তি আর আগামাথা-
হীন তর্কের ভারে হয়ে নিশ্চুপ গড়ো
বাঁচবার আর বাঁচাবার খোজা দর্শন।
সেপিয়া সেলফির নীচে চাপা পরা সব
তরুণীর ছোট গল্পের মতো বুক আর
ক্লাসিক্যাল দুই ঠোঁট শতো ইচ্ছের ঘর্ষণ
মনে যতোই তুলুক; মনে রেখো হে
সুহৃদ বন্ধু আমার ল্যাজহীন, তোমার
কালো চশমার মাঝে প্রতিবিম্বিত
ষোড়শীর সরু কোমরের বাঁকা ঢং
ফুরোবেই একদিন। আখের গুছাও!