আকাল

আকাল


ব্যাঙের ঠ্যাঙের মতন চিবায় খাইতে
মন যদি চায় মাইনষের মাথা তয়
আতাফাতা চইলা আও বাংলাদ্যাশে
খাওনের শ্যাষে মানুষ ক্যামনে খায়
দেইখ্যা যাও বন্ধু কইলজা মাইনষের।
খেয়াল কইরা, খুউব খেয়াল কইরা
কান পাইত্তা হুনো বিধবা বেডির মুনো
কুনো দুঃখ নাই তাও আত্মীয়-স্বজন
দেশবাসী—কান্দে সবাই দিনরাইত
এক চিমটি কাইত হওনের সুযোগ
অয় না কারো, আশি বছরের বুইড়ার
অকালে মওত বইলা কথা! বন্ধু
আগে বারো—
আহা না-থাউক চউক্ষে পানি তাও
আমরা জানি মরার দুঃখে ফাইট্টা যায়
বুক হগলতের প্রসব ব্যাদনায়, ভাই রে
সুখ নাই পোড়া দ্যাশে। সকল দায়দেনা
হিসাব-নিকাশ শ্যাষে নিজেরে
বেইচ্চা দিতে মনে কয় গোস্তের হাটে।
খামু কী! বাছমু ক্যামনে! মাইনষেই
খাউক আমারে।