অ-ভাব

অ-ভাব


একটুখানি আড়াল হবে?
খানিকটা ক্ষণ লুকিয়ে থাকার।
দুঃখ হবে? এক চিমটি?
দু’চোখ ভ’রে কাঁদতে পারার।
অল্প কিছু যন্ত্রণা? আর
একটি টাকার বিষ না-হ’লেও
বিষের মতন; কষ্ট হবে?
ভ্রষ্ট মানুষ! ধার দেবে কেউ?
খুব বেশি না—একটু কেবল
যত্ন ক’রে আলতো-মতো
ভীষণ আঘাত। নষ্ট মানুষ!

সুখের দেনায় জর্জরিত।
ধার দেবে কেউ কষ্ট কিছু?
পচন-ধরা মৃত আঁধার
জাপ্টে ধ’রে হাজারটা রাত
বেঁচে থাকার ইচ্ছেটুকুন
বাঁচিয়ে রাখার অশ্রু হবে?
খুব বেশি না, একটা ফোঁটা
অশ্রু হবে? দুঃখ হবে?
এক চিমটি? দু’চোখ ভ’রে
কাঁদতে পারার। কষ্ট হবে?