অস্পৃশ্য
চেনা বামুনের পৈতের খোঁজ
তুমি রোজ-রোজ নাও কেন বলো তো?
ভাবনার এক কোণে এক টুকরো মেঘ!
এতো উৎকণ্ঠা-উদ্বেগ মনে পুষে রাখো।
একদিন ঠিক দেখো মেঘ হবো।
শরতের হলুদাভ সন্ধ্যায়
শুভ্র কাশের মতন উড়ে চলা মেঘ হয়ে
অকারণ বড়ো গোপনে আর কোনো
বরষায় ক্ষণিকের অবসরে
ক্লান্তির ধোঁয়া ওঠা চায়ের কাপে
অনুতাপে চোখের পাতা চুইয়ে পড়া
জল হবো। নিশ্চয়ই সব দ্বিধা-ভয়
ছোঁয়া না-ছোঁয়ার সংশয় যতো
মিশে যাবে তপ্ত চায়ের শীতল ধোঁয়ায়
বাষ্পের মতো—সেদিন।
ভাবনার এক কোণে
এক টুকরো মেঘ—মনে রেখো
মেঘ ধোয়া জল হবো একদিন।