অবসরের কবিতা
অবসর—
দিনান্তে মিলে গেছে আজ; সব প্রয়োজন
গেছে ফুরায়ে। ভুলে গিয়ে সময় আর
সমস্ত কাজ সন্ধ্যের ছায়া গায়ে মুড়ায়ে
আকাশটা বুকে নিয়ে বহুদিন পর—
অবসর! অবসর যাপনের সে কী আয়োজন!
মিটে গেছে আজ ওগো সব প্রয়োজন।
অবসর! বহুদিন পর।
বিকেলের মিঠে রোদ মিঠে হলো ফাগুনের
ঝরাপাতা ঝরাফুলে মিঠে মিঠে আগুনের
ফুলকিতে ঝলসানো আধো আলো-ছায়াতে;
বঞ্চিত ইচ্ছেরা সঞ্চিত মর্মে
আজও তারা বন্দিনী রীতি আর ধর্মে
চেতনারা বাঁধা আছে মায়াতে।
সন্ধ্যেতে লুকোচুরি আলো আর ছায়াতে
ফাগুনের ধূলো এসে আধমরা চিত্তে
অবশেষে তুলে যায় ঝড়।
অবসাদ অবশেষে চায়ের লিকারে মেশে,
কাব্যেরা বেলকনী নির্ভর। বহুদিন পর;
অবেলায় মিলে গেছে— আজ অবসর।