অপরাহ্নে
একদিন না থাকার দিন
থাকবার আশাগুলো এইখানে—
এইখানে থেকে যাবে ঠিক।
এই সব ছোটো ছোটো কথা,
ব্যথালাগা মিঠে খুনসুটি; অভিমান
প্রেম ততোধিক—থেকে যাবে সবকিছু
একদিন ছুটি হ’লে, এইখানে থেকে যাবে ঠিক।
গালভরা গল্পের দিন থেকে যাবে,
নিষ্প্রাণ শব্দেরা প্রাণ ফিরে পাবে;
আমাদের ভুলগুলি ফুল হ’য়ে ঝ’রে যাবে,
ভুলের ফুলের মিহি পাপড়িরা ধুলো হ’য়ে
উড়ে যেন যাবে চারদিক।
কেবল দিনের শেষে থাকবো না তুমি-আমি
সবকিছু—থেকে যাবে ঠিক।