অনেক দিনের পরে

অনেক দিনের পরে


অনেক দিনের পরে—
চলার পথে আবার যেদিন
তোমার সঙ্গে আমার হবে দেখা;
দেখবে তুমি পথে আমি একা,
ক্লান্তদেহে একাই সেদিন
ফিরছি আপন ঘরে।
অনেক দিনের পরে—

দেখবে তুমি চেয়ে—
কাঁধে আমার ঝোলানো এক
পুরনো ব্যাগ ধূলো-ময়লা-লাগা,
দু’চোখ যেন হাজার রাত্রি-জাগা।
কপাল’পরে ঘাম যে অনেক
ঝরছে কপোল বেয়ে;
দেখবে তুমি চেয়ে—

ভাববে তখন— হায়!
ব্যথার চিতায় পুড়ে মরে
বড়ো বাঁচা তুমিই বেঁচে গেলে!
আমি কেবল তোমায় ছুঁড়ে ফেলে,
মরছি শোকে বিলাপ করে
ভীষণ শূন্যতায়।
ভাববে তুমি— হায়!

অনেক দিনের পরে—
চলার পথে শুনতে পাবে
পাতা ঝরার এমনি কোনো দিনে,
আমি আমার পথ নিয়েছি চিনে।
তুমিও সেদিন ভুলেই যাবে
ফিরতে আপন ঘরে।
এইতো ক’দিন পরে—

না না— অনেক দিনের পরে।